ডুবো পাইপলাইনের সুরক্ষায় নজর ইউরোপের

নর্ড স্ট্রিমে ফাটল

নর্ড স্ট্রিমের দুটি পাইপলাইনে ফাটলের নেপথ্যে কোনো নাশকতার ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুইডিশ কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের জলসীমার মধ্যে থাকা দুটি ফাটলে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো তাদের ডুবো পাইপলাইনগুলোর সুরক্ষায় বিশেষ নজর দিয়েছে।

যুক্তরাজ্য দুটি স্পেশাল-পারপাস শিপ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে, যেগুলো পানির নিচের ঝুঁকিগুলো অনুসন্ধান ও প্রতিহত করতে পারবে। নরওয়ে তাদের ছড়িয়ে থাকা অফশোর তেল ও গ্যাস সম্পদগুলোর সুরক্ষায় বাড়তি নৌ-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ভূমধ্যসাগরে গ্যাস পাইপলাইনগুলোর ওপর নজর রাখার জন্য জাহাজ পাঠিয়েছে ইতালি।

এদিকে সুইডেন তাদের জলসীমায় পড়া পাইপলাইনের দুটি ফাটলের বিষয়ে খতিয়ে দেখবে। এই লক্ষ্যে দেশটির প্রসিকিউশন অথরিটি ঘটনাস্থলকে ঘিরে কর্ডন এরিয়া ঘোষণা করেছে, যেন তদন্ত শেষ হওয়ার আগে সেখানে অন্য কেউ যেতে না পারে।

নর্ড স্ট্রিমের দুটি পাইপলাইনের ফাটলগুলো দিয়ে গ্যাস নির্গমন অনেকটাই কমে এসেছে। কেবল নর্ড স্ট্রিম টু লাইনের একটি ফাটল দিয়ে গ্যাস নির্গমন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সেখানে প্রায় ৩০ মিটার ব্যাসের জায়গাজুড়ে বাবল পুল তৈরি হয়েছে। এই ফাটলটিতে গ্যাস নির্গমন না কমে উল্টো বেড়ে গেছে কেন, তার কারণ এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, অন্য ফাটলগুলোয় গ্যাস নির্গমন বন্ধ হয়ে যাওয়ার পরই কেবল ডাইভ সাপোর্ট ভেসেলগুলো সেখানে গিয়ে তদন্ত শুরু করতে পারবে।

নর্ড স্ট্রিম হলো দুটি অফশোর গ্যাস পাইপলাইন, যার মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। গত ২৬ সেপ্টেম্বর দুটি পাইপলাইনেই কয়েক দফা বিস্ফোরণ সংঘটিত হয় এবং ফাটল দিয়ে গ্যাস বেরিয়ে যেতে শুরু করে।

জাতিসংঘ জলবায়ু কর্মসূচি (ইউএনইপি) জানিয়েছে, পাইপলাইনের এই ফাটল দিয়ে এখন পর্যন্ত একক কোনো ঘটনায় রেকর্ড পরিমাণ ক্ষতিকর মিথেন নির্গমন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here