পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগস্ট মাসে মূল্যস্ফীতি হার বেড়েছিল। তবে সেপ্টেম্বরে তা কমে এসেছে। দু-একদিনের মধ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
সোমবার (৩ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে চার কোটি মানুষ কম দরে নিত্যপণ্য কেনার সুবিধা পাচ্ছেন। এ ছাড়া মূল্যস্ম্ফীতিতে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন, তাঁরা সরকারের নানা উদ্যোগের মাধ্যমে উপকৃত হচ্ছেন। ফলে মূল্যস্ফীতির পাগলা ঘোড়া বাগে আনা সম্ভব হয়েছে।
সর্বশেষ গত জুলাই মাসের মূল্যস্ম্ফীতির প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। ওই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এর পরের দুই মাসের হিসাব এখনও প্রকাশ করেনি বিবিএস। সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহে আগের মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয়। তবে এখনও আগস্টের তথ্য প্রকাশ করা হয়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম চড়া। নানাভাবে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে প্রতি মাসেই বাড়তে দেখা গেছে মূল্যস্ফীতি। পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াচ্ছেন- এমন অভিযোগও রয়েছে।