ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা শেষ হচ্ছে আজ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আজ বুধবার। এর আগে গত সোমবার ইলিশ রপ্তানির সময়সীমা বুধবার পর্যন্ত বাড়িয়েছিল সরকার। গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল।

মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here