দেড় বছরের বেশি সময় পর ভারতের রপ্তানিতে পতন

সেপ্টেম্বরে ভারতের পণ্য রপ্তানি কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। ২০২১ সালের ফেব্রুয়ারির পর গত মাসেই প্রথম রপ্তানিতে পতন দেখল দেশটির অর্থনীতি। এ সময়ে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়েছে বছরওয়ারি ১৯ শতাংশের বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্য রপ্তানি ছিল ৩ হাজার ২৬২ কোটি ডলার। বিপরীতে এ সময়ে দেশটি আমদানি করেছে ৫ হাজার ৯৩৫ কোটি ডলারের পণ্য। সাত মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার কোটি ডলারের নিচে নামল দেশটির আমদানি। আলোচ্য মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ৬৭৩ কোটি ডলার।

বছরওয়ারি বাড়লেও সেপ্টেম্বরে বাণিজ্য ঘাটতি আগের মাসের চেয়ে কিছুটা কমেছে। আগস্টে এই ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৮৬৮ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here