যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৫৩ শতাংশ বেড়েছে

একক বাজার হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটি চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশ থেকে ৬৬৪ কোটি ডলারেরও বেশি পোশাক পণ্য আমদানি করেছে। জানুয়ারি-আগস্ট পর্যন্ত আমদানি বেড়েছে ৫৩ দশমিক ৫৪ শতাংশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের আট মাস জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৬৪ কোটি ৮ লাখ ৩২ হাজার ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের একই সময়ে আমদানির অর্থমূল্য ছিল ৪৩২ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার। এ হিসেবে জানুয়ারি-আগস্টে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৫৩ দশমিক ৫৪ শতাংশ।

ওটিইএক্সএর দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক আমদানির উৎস চীন। আলোচ্য সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৩৭ দশমিক ১৭ শতাংশ। আমদানি হয়েছে ১৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পোশাক। একই সময় ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ৩৩ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। আমদানি হয়েছে ১২ দশমিক ৮ বিলিয়ন ডলারের পোশাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here