আটদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর

আট দিনের ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবার থেকে পুনরায় শুরু হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

বন্দরের কার্যক্রম শুরুর পর ভারতীয় মালবাহী ট্রাকগুলো পণ্য খালাসের পর বিকেল থেকে স্থানীয় ট্রাকগুলো আমদানি পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে স্থলবন্দর থেকে পণ্য পরিবহন শুরু করে।

স্থলবন্দরের ইমিগ্রেশন চেক পোস্টের (আইসিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও পাসপোর্ট ও ভিসাধারী নাগরিকদের চলাচল স্বাভাবিক ছিল বন্ধের সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here