১২ মেরিন হাইওয়ে প্রকল্পে ৩ কোটি ৯০ লাখ ডলার দেবে এমএআরএডি

যুক্তরাষ্ট্রের ১২টি মেরিন হাইওয়ে প্রকল্পে তহবিল সহায়তা হিসেবে প্রায় ৩ কোটি ৯০ লাখ ডলারের অনুদান বরাদ্দ করেছে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (এমএআরএডি)। আমেরিকা মেরিন হাইওয়ে প্রোগ্রামের (এএমএইচপি) আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌপথগুলোর জট ও সাপ্লাই চেইনের স্থবিরতা দূর করা এবং পণ্য পরিবহন দ্রুততর করার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাইপার্টিসান ইনফ্রাস্ট্রাকচার ল’ কর্মসূচির অধীনে চলতি বছর এরই মধ্যে আড়াই কোটি ডলারের তহবিল সহায়তা পেয়েছে এএমএইচপি। একক বিনিয়োগে এটাই ছিল প্রোগ্রামটিতে সবচেয়ে বড় তহবিল বরাদ্দ। চালুর পর থেকে এখন পর্যন্ত এএমএইচপির অধীনে ৫৮টি মেরিন হাইওয়ে প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে, যা স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতি চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভ’মিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here