যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করছে দেশের অগ্রগতি। এজন্য সরকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলাদেশ সফর করে আমি অনুধাবন করেছি, সবার আগে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যা আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

নড়াইলে মধুমতী নদীর ওপর নির্মিত ছয় লেনবিশিষ্ট মধুমতী সেতু ও নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতুর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সোমবার এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি সেতু দুটির উদ্বোধন করেন তিনি।

দেশের উন্নয়নে সেতু দুটির সম্ভাব্য ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্বোধন হওয়া সেতু দুটি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিকে ব্যাপকভাবে জোরদার করবে। এখন আমরা দাবি করতে পারি, সারা দেশের মধ্যেই যেন যোগাযোগ স্থাপিত হয়, সে কাজ আমরা করতে সক্ষম হয়েছি।

শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত তৃতীয় সেতু প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে নারায়ণগঞ্জ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আজকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-ঢাকা শহরের যোগাযোগ নেটওয়ার্ক এমনভাবে গড়ে উঠেছে, যার ফলে এখন ঢাকা শহর দিয়ে যেতে হবে না। পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা-সিলেট বা ঢাকা-চট্টগ্রাম যাওয়ার পথে সরাসরি এ সেতু পার হয়ে চলে যাওয়া যাবে। তাহলে ঢাকার ভেতর যানজটও কম হবে।

মধুমতী সেতু প্রসঙ্গে তিনি বলেন, মধুমতী সেতু দিয়ে আমরা ট্রান্স এশিয়ান হাইওয়েতে যুক্ত হয়ে যাব। যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে এবং ঢাকা থেকে মোংলা বন্দর এখন সবচেয়ে কাছের হয়ে গেছে। সেই সঙ্গে আমাদের বেনাপোল, মোংলাসহ কুষ্টিয়া অঞ্চলের যোগাযোগ আরো বাড়বে। মানুষের সময় আরো বাঁচবে। অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে। সে সুযোগটিও সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, এ যোগাযোগের ফলে আমাদের ওই সব অবহেলিত অঞ্চল আরো বেশি উন্নতি লাভ করবে।

এ সময় সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য বন্ধুপ্রতিম দেশ জাপান ও সৌদি আরবের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরব থেকে আরো যাতে বিনিয়োগ আসে, আমরা সে চেষ্টা করে যাচ্ছি। জাপানও আমাদের অনেক কাজ করে দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here