বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগের আশ্বাস

সৌদি আরবের ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স সার্ভিসেস বিষয়ক মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের আলজাসের সাথে বৈঠক করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিক্স সার্ভিসেস বিষয়ক মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের আলজাসের বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ৫ দশক ধরে সুসম্পর্ক বিদ্যমান। এ সুসম্পর্ককে অনন‍্য মাত্রায় নিয়ে যাওয়ার মাধ‍্যম হলো, বাণিজ‍্য এবং বিনিয়োগ বাড়ানো।

বৃহস্পতিবার রিয়াদে তাঁর কার্যালয়ে বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সৌদি যোগাযোগ ও লজিস্টিক্স সার্ভিসেস বিষয়ক মন্ত্রী সৌদি আরবের ভিশন-২০৩০ উল্লেখ করে বলেন, ভিশন -২০৩০ এর আওতায় এদেশের পরিবহন সেক্টরের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এবং সে কর্মকৌশলের আলোকে যোগাযোগ খাতে কাজ হচ্ছে।

বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, পায়রা সমুদ্র বন্দর ও অন‍্যান‍্য খাতে বিনিয়োগে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। এ সময় নৌপরিবহন খাতের উন্নয়নে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছে সেদেশের যোগাযোগ মন্ত্রী।

বাংলাদেশের প্রতিনিধিদলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এবং সৌদি আরবের প্রতিনিধিদলে যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল তার্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রসিডেন্ট ওমর হাইদি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্টের বকর আল মোহাম্মদ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম‍্যান আমের এ আলী রেজা বৈঠকে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here