লোহিত সাগরে এক সপ্তাহ আগে অগ্নিদুর্ঘটনার শিকার হওয়া কনটেইনার জাহাজ টিএসএস পার্ল শেষ পর্যন্ত ডুবে গেছে বলে জানানো হয়েছে। সৌদি আরবের জিজান বন্দর থেকে আনুমানিক ১২৩ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থানকালে জাহাজটিতে আগুন লাগে।
পরামর্শক প্রতিষ্ঠান ডব্লিউকে ওয়েবস্টার তাদের গ্রাহকদের জানিয়েছে, ‘পোর্ট সুদান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অবস্থানে টিএসএস পার্ল ডুবে গেছে বলে আমরা জানতে পেরেছি। অনেকগুলো কনটেইনার ঘটনাস্থলের আশেপাশে সাগরের পানিতে ভাসছে। তবে জাহাজের কোনো অংশ এখনও দেখা যাচ্ছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।’
জাহাজডুবির বিষয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সেটি লোহিত সাগরের গভীরতম অংশে ডুবে গেছে। তেমনটি হলে টিএসএস পার্লকে উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ার পর ক্রুরা জীবন রক্ষার্থে সেটি ছেড়ে লাইফবোটে উঠে পড়েন। এরপর জাহাজটির আগুন আর নেভানো গেছে কিনা, কিংবা স্যালভেজ টিম জাহাজটি ডুবে যাওয়ার আগে সেখানে পৌঁছতে সক্ষম হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ওয়েবস্টার জানিয়েছে, ডুবে যাওয়ার আগে অগ্নি বিশেষজ্ঞরা জাহাজটিতে আগুন লাগার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছিলেন।