দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারের ইতি টানল কার্নিভাল ক্রুজেসের প্রমোদতরী কার্নিভাল একসটাসি। শনিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মোবাইল শহরের বন্দরে ডকিংয়ের মাধ্যমে অবসরে গেল জাহাজটি। চলতি বছরের শুরুতে একসটাসিকে অবসরে পাঠানোর ঘোষণা দেয় কার্নিভাল। নিজেদের বহরের আধুনিকায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।
দীর্ঘ ৩১ বছর ধরে সেবা দিয়ে আসা একসটাসি ২ হাজার ৩০০-এর বেশি যাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। এই সময়ে প্রায় ৫৫ লাখ অবকাশপ্রেমী জাহাজটির সেবা পেয়েছেন।
ওয়ার্টসিলার তৈরি আধুনিক প্রমোদতারীগুলোর মধ্যে দ্বিতীয় ছিল একসটাসি। গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে কার্নিভাল করপোরেশন এটির বাণিজ্যিক সেবা শুরু করে। মূলত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো ২ হাজারের বেশি যাত্রী ধারণক্ষমতার ৭০ হাজারের বেশি গ্রস টনের ক্রুজ শিপ বহরে যুক্ত করায় কার্নিভালও সেই পথে হাঁটতে বাধ্য হয়।
সেই সময় একসটাসি ছিল বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজগুলোর একটি। অবশ্য এখনকার দেড়-দুই লাখ গ্রস টনের জাহাজগুলোর তুলনায় সেটি অনেকটাই ছোট। দীর্ঘ সময়ে একসটাসিরও কয়েক দফা আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে। তবে স্থানস্বল্পতার কারণে এটিতে বিনোদন অনুষঙ্গ সংযোজনের আর খুব বেশি সুযোগ নেই। এ কারণেই যুগের চাহিদায় পুরনো জাহাজগুলোকে অবসরে পাঠিয়ে বহরে নতুন প্রমোদতরী যোগ করার পরিকল্পনা হাতে নিয়েছে কার্নিভাল।