যুক্তরাষ্ট্রের ফ্রিপোর্ট বন্দরে সম্প্রতি ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) অনুমোদিত এমন একটি প্রযুক্তি চালু করা হয়েছে, যেটি নিরাপদ ও কার্যকর মেরিন নেভিগেশন নিশ্চিতকরণে সহায়ক হবে। ‘ফিজিক্যাল ওশানোগ্রাফিক রিয়েল-টাইম সিস্টেম’ শীর্ষক নেশনওয়াইড নেটওয়ার্কের অংশ হিসেবে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
ফ্রিপোর্ট হলো ৩৮তম বন্দর, যেখানে এই নেটওয়ার্কের অধীনে নিরাপদ মেরিন নেভিগেশন সহায়ক সেন্সর স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থার অধীনে পরস্পর সম্পর্কযুক্ত ধারাবাহিক কয়েকটি সেন্সর বন্দরের আশেপাশের সমুদ্রতাত্তি¡ক ও আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।