বিশ্বজুড়ে ড্রাই বাল্ক জাহাজের চাহিদা ক্রমেই কমছে। বাল্টিক এক্সচেঞ্জের ড্রাই বাল্ক সি ফ্রেইট ইনডেক্সের নিম্নমুখী গ্রাফের দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি এই সূচক টানা ষষ্ঠবারের মতো পতন দেখা গেছে। শুধু তাই নয়, সূচকের মান সেপ্টেম্বরের মাঝামাঝির পর সবচেয়ে নিম্নতম অবস্থানে নেমে এসেছে।
বাল্টিক ড্রাই ইনডেক্সের সার্বিক সূচক ৫৫ পয়েন্ট বা ৩ শতাংশ কমে ১ হাজার ৮১৮ পয়েন্টে নেমে এসেছে। কেপসাইজ, প্যানাম্যাক্স ও সুপারম্যাক্স-সব ধরনের বাল্কারের ভাড়ার গতিবিধি নির্দেশ করে এই সূচক। ক্যাটাগরিভিত্তিতে কেপসাইজ ইনডেক্স ৪ দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৯৪ পয়েন্টে নেমে এসেছে। প্যানাম্যাক্স ইনডেক্স ২ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ পয়েন্টে। আর সুপারম্যাক্স হারিয়েছে ১২ পয়েন্ট, নেমেছে ১ হাজার ৬৯৬ পয়েন্টে।