ডিসেম্বর থেকে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল নিজেদের মালিকানাধীন ট্যাংকারে করে তৃতীয় কোনো দেশে পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার ক্ষতি হবে বলে জানিয়েছে শিপব্রেকিং কোম্পানি গিবসন।
নিষেধাজ্ঞার কারণে দুই শতাধিক ট্যাংকার রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন থেকে সরে আসবে। ফলে অন্য উৎস থেকে ট্যাংকার ভাড়া করতে হবে রাশিয়াকে, যা বাড়তি খরচের কারণে হয়ে দাঁড়াবে।