আগামী ১২ নভেম্বর শুরু হচ্ছে অ্যাপারেল সামিট ‘মেড ইন বাংলাদেশ উইক’। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ সামিট। বিজিএমইএ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সামিটকে সামনে রেখে গত সপ্তাহে সংগঠনটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নেতৃবৃন্দ।
মতবিনিময় অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্প বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনীতির স্মরণকালের অস্থিরতায় এবং তৈরি পোশাক শিল্পের প্রধান রপ্তানি বাজার ইউরোপ ও আমেরিকায় মূল্যস্ফীতির কারণে রপ্তানি বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও গত অর্থবছরে এ শিল্পের ৩৫.৪৭ শতাংশ প্রবৃদ্ধির ক্ষেত্রে পোশাক শিল্প মালিকদের মেধা, শ্রম ও উদ্যোগ প্রশংসনীয়।
শিল্পের বিকাশ ও প্রযুক্তিগত উত্কর্ষ সাধনে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার ও ডিজাইনিং ব্র্যান্ডিংয়ের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে টিকে থাকতে হলে অনেক বেশি সচেতনতা ও বিচক্ষণতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আগামী ১২ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপারেল সামিট বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি বৃদ্ধিসহ বিশ্ববাজারে এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বিজিএমইএর অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।