ডিপি ওয়ার্ল্ডের লন্ডন গেটওয়ে স্মার্ট লজিস্টিকস হাবে নতুন একটি বার্থ নির্মাণ করা হচ্ছে। এটি হবে লন্ডন গেটওয়েতে ডিপি ওয়ার্ল্ডের চতুর্থ বার্থ। সম্প্রতি এর নির্মাণকাজ শুরু হয়েছে।
প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৩৫ কোটি পাউন্ড। ২০২৪ সাল নাগাদ এর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বার্থটি নির্মাণের ফলে লন্ডন গেটওয়ের হ্যান্ডলিং সক্ষমতা এক-তৃতীয়াংশ বেড়ে যাবে। তখন বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোও এই বার্থে সেবা নিতে পারবে।