যুক্তরাষ্ট্রের বন্দর ও টার্মিনালগুলোয় সাইবার হামলার ঝুঁকি বেড়েছে বলে ল’ ফার্ম জোনস ওয়াকারের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি বছর সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরিচালিত এক জরিপের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট খাতের ১২৫ জ্যেষ্ঠ নির্বাহীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ উত্তরদাতা সম্ভাব্য সাইবার হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। এছাড়া সাইবার হামলার শিকার হওয়ার হার ২০১৮ সালের ৪৩ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।