দক্ষিণ আফ্রিকায় মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) বিভিন্ন কার্যক্রম যেমন লজিস্টিকস, নাবিক-সংক্রান্ত বিষয়াবলী এবং কোম্পানিটির মেরিটাইম ট্রেনিং সেন্টার (সিএফএম) পরিচালনায় যুক্ত হতে পারে রিপাবলিক অব পানামা। এর ফলে দক্ষিণ আফ্রিকায় পানামা শিপ রেজিস্ট্রির নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়েছে। পানামায় নিবন্ধিত জাহাজ ও নাবিকরা এর সুবিধাভোগী হবেন বলে পানামা মেরিটাইম অথরিটি জানিয়েছে।
সম্প্রতি এমএসসি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, ডিরেক্টর অব অপারেশনস, ব্যবস্থাপকসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পানামা মেরিটাইম অথরিটির একটি বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানেই যৌথ কার্যক্রমের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে অথরিটি জানিয়েছে। এ সময় পানামা মেরিটাইম অথরিটি ও সাউথ আফ্রিকান মেরিটাইম সেফটি অথরিটির মধ্যে একটি ইন্টারইনস্টিটিউশনাল এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে মিউচুয়াল রিকগনিশন অব ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।