জাহাজ চলাচলের ব্যাপ্তি বাড়ার ফলে বৈশ্বিক সাপ্লাই চেইন উপকৃত হচ্ছে বটে; তবে এর কারণে কিছু ক্ষেত্রে সামুদ্রিক প্রাণীদের অস্তিত্বও হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তিমির আবাসস্থল ও এর বিভিন্ন প্রজাতি বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঝুঁকি থেকে তিমিকে সুরক্ষা দিতে শিপিং ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছে। খাতসংশ্লিষ্ট সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস) সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি এমন একটি বিষয়, যেটি শিপিং খাত খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সাগরে চলাচলরত জাহাজগুলোর সঙ্গে তিমির সংঘর্ষ এড়াতে এরই মধ্যে জাহাজের গতি কমানো বা শিপিং রুট পরিবর্তন করার মতো বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তিমির সুরক্ষা বাড়াতে অংশীজনদের মধ্যে সচেতনতাও বাড়ানো হচ্ছে।’