জলজ প্রাণবৈচিত্র্যে ভরপুর লোহিত সাগরের উপকূলীয় এলাকায় গবেষণা পরিচালনা করছে রেড সি গ্লোবাল (আরএসজি) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। তবে তাদের গবেষণা কেবল কীভাবে সেখানকার বাস্তুতন্ত্রকে সুরক্ষা দেওয়া যায়, তার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং এটিকে কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সেই বিষয়েও পর্যালোচনা করছেন গবেষকরা। এই প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে নতুন দুটি পর্যটন গন্তব্য তৈরির মাধ্যমে সংকটাপন্ন অঞ্চলকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো লোহিত সাগরের বাস্তুতন্ত্রও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আরএসজির লক্ষ্য হলো সেখানকার জীববৈচিত্র্যের অন্তত ৩০ শতাংশকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়, তার একটা রূপরেখা প্রণয়ন করা। এর অংশ হিসেবে কোন কোন প্রাণী ও সামুদ্রিক উদ্ভিদ সবচেয়ে বেশি বিপদে রয়েছে, তার তালিকা তৈরি করেছে আরএসজি।