চট্টগ্রাম বন্দরের নবনির্মিত টার্মিনাল পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) ভিড়েছে মায়ানমার থেকে আসা একটি চালবাহী জাহাজ। পণ্য খালাসে পিসিটিতে ভিড়ানো প্রথম জাহাজ এটি।
সরকারিভাবে আমদানি করা খাদ্যশস্যের জাহাজকে অগ্রাধিকার দিয়ে খালাসের সুযোগ দেওয়ার অংশ হিসেবে নবনির্মিত এই টার্মিনালে জাহাজ ভিড়ানোর অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকালে ‘এমভি এমসিএল-১৯’ নামের জাহাজটি জেটিতে ভিড়েছে। জাহাজে ২ হাজার ৬৫০ টন চাল রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে অনেকগুলো চালবাহী জাহাজ এসেছে। এসব জাহাজ থেকে দ্রুত চাল খালাসের ব্যবস্থা নিতে খাদ্য বিভাগ অনুরোধ জানিয়েছে। তাদের অনুরোধে সাময়িক ব্যবস্থা হিসেবে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের একটি জেটি ব্যবহার করা হচ্ছে।
পতেঙ্গা কনটেইনার টার্মিনালের জেটির কাজ শতভাগ শেষ হয়েছে। এ ছাড়া অন্যান্য স্থাপনা ও সুবিধাদি তৈরির কাজও প্রায় শেষ।