সাগরে বিলীন হওয়ার ঝুঁকিতে ঘানার ঐতিহাসিক দুর্গ

গিনি উপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র ঢেউয়ের তোড়ে ঘানায় আঠারো শতকে নির্মিত একটি দুর্গ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। দুর্গটি একসময় স্লেভ ফোর্ট হিসেবে ব্যবহৃত হতো। আফ্রিকান বন্দীদের দাস হিসেবে আমেরিকামুখী জাহাজে তুলে দেওয়ার আগে এই দুর্গেই রাখা হতো।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপনার প্রায় তিন-চতুর্থাংশ বর্তমানে ধীরে ধীরে সাগরে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। ঘানার রাজধানী আকরা থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত ফোর্ট প্রিঞ্জেনস্টাইন তারই একটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here