মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শেভরনকে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল রপ্তানির অনুমতি প্রদানে সম্মত হয়েছে। ভেনিজুয়েলার বর্তমান শাসকগোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার মাধ্যমে শেভরনকে এই অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার তেল রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। ইইউর নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে স্থবিরতা নেমে আসার আশঙ্কা রয়েছে। বাইডেন প্রশাসনের উদ্যোগ সেই স্থবিরতা কাটিয়ে উঠতে সহায়তা করবে।
 
            