নর্ড স্ট্রিম ওয়ান ও টু পাইপলাইনে ফাটলের ঘটনার পর যুক্তরাজ্য তাদের পানির নিচের সম্পদের সুরক্ষায় দুটি স্পেশাল-পারপাস শিপ কেনার পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে এখন দেশটি সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীয় বরিস জনসনের নেওয়া এই উদ্যোগ থেকে সরে আসার বিষয়টি সম্প্রতি পার্লামেন্টকে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চলমান মূল্যস্ফীতি সংকটের মধ্যে জাতীয় বাজেটে অগ্রাধিকারমূলক বিষয় নির্ধারণ করতে গিয়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।