মিশরের সুয়েজ ক্যানেল কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে। তবে এই নৌপথ অথবা প্রস্তাবিত তহবিলের ওপর বিদেশিদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সুয়েল ক্যানেল কর্তৃপক্ষের (এসসিএ) চেয়ারম্যান ওসামা রাবি এমনটাই জানিয়েছেন।
তহবিলের জন্য আইনি সংশোধন নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং এরপরই এই ধারণা তৈরি হয়েছে যে, মিশর হয়তো সুয়েজ খালের শেয়ার বিদেশিদের কাছে বিক্রি করতে পারে। এই তহবিল নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে এবং এর লক্ষ্য ক্যানেলের সম্পদ পুনর্বিনিয়োগ ও সুয়েজ খাল অনাকাক্সিক্ষত কোনো সমস্যায় পড়লে তা থেকে বেরিয়ে আসতে সহায়তা করা। এই তহবিল হবে এসসিএ থেকে আলাদা। যদিও এসসিএ উন্নয়ন প্রকল্পের জন্য আগে থেকেই বিদেশি কোম্পানির সাথে কাজ করছে।