ভিস্টেপ তাদের নতুন মেরিটাইম সিমুলেটর নটিস হোম মেরিটাইম পেশাজীবী, শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য উন্মোচন করেছে। বৃহৎ পরিসরে সিপ সিমুলেশনই এর প্রধান লক্ষ্য।
ভিস্টেপের সিইও ফ্যাবিয়ান ভ্যান ডার বার্গ বলেন, নিরাপদ, দক্ষ ও টেকসই মেরিটাইম শিল্পের জন্য সিমুলেশনভিত্তিক প্রশিক্ষণ অপরিহার্য। খাতটি প্রতিনিয়ত বদলাচ্ছে। সেই সাথে নতুন নতুন চ্যালেঞ্জও আসছে। প্রযুক্তিগত উন্নতি মেরিটাইম পেশাজীবী ও ভবিষ্যৎ সিফেয়ারারদের নতুন দক্ষতা ও প্রতিযোগিতাসক্ষমতা অর্জনে সহায়তা করছে। মেরিটাইম পেশাজীবী হিসেবে গড়ে উঠতে সহায়ক হতে পারে সিমুলেশনভিত্তিক শিক্ষা।