হাম্বানটোটার কাছে জাহাজের ধ্বংসাবশেষ সংরক্ষণে যুক্তরাষ্ট্রের তহবিল

একটি জাহাজের ধ্বংসাবশেষ সংরক্ষণের শ্রীলংকাকে অনুদান দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের সরকার। এটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব-পশ্চিম বাণিজ্য রুট সম্পর্কে একটি ইঙ্গিত দেবে।

এই তহবিল শ্রীলংকার সেন্ট্রাল কালচারাল ফান্ডের মেরিটাইম আর্কিওলজি ইউনিটকে গোদাওয়া জাহাজের ধ্বংসাবশেষ সংরক্ষণে সহায়তা করবে। গোদাওয়াকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ধ্বংসাবশেষ। ধারণা করা হয়, ২ হাজার বছর ধরে জাহাজের ধ্বংসাবশেষটি সাগরের তলদেশে পড়ে আছে।

শ্রীলংকায় মার্কিন রাষ্ট্রদূত জুলি চাং বলেন, ইউএস অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন থেকে আসা এই তহবিল দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ সংরক্ষণে সহায়তা করবে।

গোদাওয়ার ধ্বংসাবশেষ সর্বপ্রথম আবিষ্কার করেন শ্রীলংকার দুজন কোঞ্চ ডাইভার ২০০৩ সালে। এটাকে মনে করা হয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজের সবচেয়ে প্রাচীন ধ্বংসাবশেষ। এটির অবস্থান চীন নির্মিত সমুদ্রবন্দর হাম্বানটোটার পাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here