আয় বাড়াতে ক্রুজ ও কনটেইনার সার্ভিস চালু করার উদ্যোগ বিআইডব্লিউটিসি’র

পদ্মা সেতু চালুর পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আয় ২৭ ভাগ কমেছে। সংস্থাটির পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মঙ্গলবারের বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাই আয় বাড়াতে ক্রুজ ও কনটেইনার সার্ভিস চালুসহ কর্পোরেশনটি নতুন কিছু উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের অনুমোদিত কার্যবিবরণী থেকে জানা গেছে, বেশ কয়েকটি নতুন রুটে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি, যা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি মাওয়া ফেরিঘাটকে পর্যটনবান্ধব করার ব্যাপারে পর্যটন কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। এ ছাড়া কর্পোরেশনের প্যাডেল স্টিমারগুলো দিয়ে ঢাকায় ক্রুজ সার্ভিস চালুর ব্যাপারে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। কর্পোরেশনের আয় বাড়াতে কলকাতার সঙ্গে কনটেইনার সার্ভিস চালুর প্রস্তাবের কথাও জানান বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। এ সার্ভিস চালু করতে পারলে প্রতিদিন ১০ হাজার ডলার আয় করা সম্ভব হবে বলে তিনি জানান।

এ বছরের ২৫ জুন পদ্মা সেতু চালু হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বন্ধ হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরি সার্ভিস। পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়েও উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে যান চলাচল। এতে বিআইডব্লিউটিসির আয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে, বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন নির্মিত এবং নির্মিতব্য ওয়াকওয়ে, ইকোপার্ক, ট্যুরিজম স্পট, ক্যান্টিন ইত্যাদি ইজারার মাধ্যমে রাজস্ব আদায় ও পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন। এর জন্য গঠিত কমিটি কাজ করছে বলেও জানানো হয় বৈঠকে। সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতেই এ কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নদীতীরবর্তী জায়গাগুলো কেনাবেচার ক্ষেত্রে এনওসি (অনাপত্তি) দেয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে নদীতীর রক্ষার্থে বেদখল জায়গা উদ্ধার করে বনায়নে কোন ধরনের গাছ লাগানো হবে, এ ব্যাপারে বন বিভাগের পরামর্শ নেয়ারও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ ও এসএম শাহজাদা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here