বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও সড়কে দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে অনেক দেশকে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। এবার মেরিন ইকোসিস্টেমের ওপর চীনের উন্নয়ন অর্থায়নের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।
জার্নাল ওয়ান আর্থে প্রকাশিত নতুন এক গবেষণায় বোস্টন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া শান্তা বারবারা এবং কলোরাডো ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, চীনের ব্যাপক উপক‚লীয় উন্নয়ন বিশেষ করে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের মেরিন ইকোসিস্টেমের সংসক্তিক হুমকির মুখে ফেলে দিচ্ছে।
বিভিন্ন দেশকে দেওয়া চীনের ঋণকে ঘিরে মেরিন হ্যাবিটেটের ঝুঁকি মূল্যায়নের এটাই এ ধরনের বিস্তারিত কাজ। গবেষক দলটি ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের অর্থায়নপুষ্ট ৩৯টি দেশের ১১৪টি উপকূলীয় প্রকল্পের ঝুঁকি মূল্যায়ন করেছেন।