ভাসমান তেল অপসারণ ও জাহাজ উদ্ধার করেছে কোস্টগার্ড

মেঘনা নদীর ভোলা অংশে একটি কার্গো জাহাজের ধাক্কায় তলা ফেটে ডিজেলবাহী অন্য একটি জাহাজের অর্ধেক ডুবে যায়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজ থেকে পড়ে যাওয়া ভাসমান তেল অপসারণ ও জাহাজটি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, জাহাজের ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার কাঠিরামাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এমভি সাগর নন্দিনী-২ তেলবাহী ট্যাংকারে আনুমানিক নয় লাখ লিটার ডিজেল ও ২ লাখ ৩৪ হাজার লিটার অকটেন ছিল। মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে একটি কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ ট্যাংকারকে ধাক্কা দেয়। সংঘর্ষে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমের ডান পাশে ফেটে এটি অর্ধ নিমজ্জিত অবস্থায় ডুবে যায়।

তিনি আরও বলেন, জাহাজে ১২ জন ক্রু ছিলেন বলে জানা যায়। তারা সবাই স্থানীয় ফিশিং বোটের সাহায্যে তুলাতলি মাছঘাটে আসে। পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেস ভোলা থেকে দুটি আভিযানিক দল সকাল সাড়ে ৮টা থেকে অর্ধেক ডুবে যাওয়া ট্যাংকারটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার থেকে নিঃসৃত তেল যেন মেঘনা নদীতে ছড়িয়ে পড়ে জীববৈচিত্র্যে কোনো প্রভাব ফেলতে না পারে, সেজন্য কোস্টগার্ড একটি ল্যামোর সংযোজিত অত্যাধুনিক বোটের মাধ্যমে পানিতে নিঃসৃত তেল আলাদা করার কার্যক্রম পরিচালনা করে।

উদ্ধার হওয়া জাহাজের এক কর্মী বলেন, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটারের বেশি পেট্রোল ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। তুলাতলির কাছে আসার পর রাতে হঠাৎ কুয়াশা পড়ে। কুয়াশার কারণে আমরা গতি কমিয়ে দিই। তখন আরেকটা জাহাজ আমাদের জাহাজের ইঞ্জিন রুমের পাশে ধাক্কা দেয়। ওই জাহাজের মাথা আমাদের জাহাজের ইঞ্জিন রুমের পাশে লাগে। তাতে সেখানে ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে। পানি ঢুকতে ঢুকতে একসময় আমাদের জাহাজটি তলিয়ে যায়। তখন আমরা চিত্কার শুরু করি। কেউ আমাদের উদ্ধার করে না। একপর্যায়ে একটি লোড বাল্কহেড এসে আমাদের উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here