উত্তর সাগরের তলদেশে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে ডেনমার্কের এসবিয়ার্গ বন্দরে প্রস্তুতি নিচ্ছে একটি প্ল্যাটফরম সাপ্লাই ভেসেল। ডেনমার্কের কার্বন সংগ্রহ ও সংরক্ষণ প্রকল্প গ্রিনস্যান্ডের জন্য জাহাজ অরোরা স্টর্মের আধুনিকায়ন করছে অফশোর জাহাজমালিক ব্লু ওয়াটার এবং অফশোর এনার্জি সেবাদাতা প্রতিষ্ঠান সেমকো মেরিটাইম।
গ্রিনস্যান্ড প্রকল্পটি ২৩টি ড্যানিশ ও আন্তর্জাতিক কোম্পানির একটি যৌথ উদ্যোগ, যার উদ্দেশ্য ডেনমার্কের উত্তর সাগরের তলদেশে নিঃশেষিত তেল-গ্যাস রিজার্ভারে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মজুদ করা।