ক্লিন অ্যামোনিয়ার প্রথম বাণিজ্যিক চালান দক্ষিণ কোরিয়ার উলসান বন্দরে খালাস করা হয়েছে। সৌদি আরব থেকে ৭৫ হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে ২০ দিন পর উলসানে পৌঁছায় চালানটি। ব্লু অ্যামোনিয়ার এটিই প্রথম চালান নয়। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সৌদি আরব থেকে ৪০ টনের একটি চালান জাপানে পৌঁছে। তবে সেটি বাণিজ্যিক চালান ছিল না। সে হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানো এই চালানটিই ব্লু হাইড্রোজেনের প্রথম বাণিজ্যিক চালান।