ক্লাসিফিকেশন সোসাইটি ডিএনভির শিপ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন সফটওয়্যারে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় এক হাজার জাহাজ তাদের সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ডিএনভি জানায়, ৭ জানুয়ারি তাদের সফটওয়্যারে র্যানসমওয়্যার হামলা করার পরপরই নিজেদের শিপম্যানেজার সার্ভারটি বন্ধ করে দেয় তারা। এই সার্ভারের মাধ্যমে জাহাজগুলোকে টেকনিক্যাল, অপারেশনাল ও কমপ্লায়েন্স (যেমন সংস্কার ও রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, তথ্য বিশ্লেষণ ইত্যাদি) সেবা দিয়ে থাকে ডিএনভি।