আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজ নির্মাণে এগিয়ে যাওয়ার চেষ্টা চীনের

২০২১ সালের শুরু থেকেই আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজ নির্মাণে নিজেদের আধিপত্য বাড়াতে উঠে পড়ে লেগেছিল চীনা শিপইয়ার্ডগুলো। চলতি বছর এই খাতে আরও এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে তারা। অবশ্য বিশ্লেষকরা বলছেন, চাহিদার তুলনায় এই ধরনের জাহাজের সংখ্যা যেন বেশি হয়ে না যায়, সে দিকটায় নজর রাখা দরকার।

সাম্প্রতিক বছরগুলোয় এমএসসি, ওওসিএল, এভারগ্রিনের মতো শিপিং জায়ান্টরা তাদের বহরে দানবাকার জাহাজ যুক্ত করার প্রতিযোগিতায় নেমেছে। চীনা শিপইয়ার্ডগুলো এই সুযোগটাই কাজে লাগিয়ে একের পর এ কার্যাদেশ বাগিয়ে নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here