যুক্তরাজ্যের সাউদাম্পটনে ডিপি ওয়ার্ল্ড পরিচালিত একটি কনটেইনার টার্মিনালে গত বছর পরিচালনা কার্যক্রমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের পরিমাণ ৫৫ শতাংশ কমেছে। মূলত সবুজ জ্বালানি হাইড্রোট্রিটেড ভেজিটেবল অয়েল (এইচভিও) ব্যবহারের ফলে এই সাফল্য এসেছে।
কার্বন নিঃসরণের এই হিসাবের মধ্যে জাহাজের নিঃসরণকে বিবেচনায় নেওয়া হয়নি। কেবল টার্মিনালের যন্ত্রপাতি পরিচালনার সময় যে নিঃসরণ হয়, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের প্রথম বন্দর হিসেবে সাউদাম্পটনে সব ধরনের যন্ত্রপাতিতে ডিজেলের পরিবর্তে এইচভিও ব্যবহার শুরু হয়।