কনটেইনার বন্দরগুলোর অদক্ষতায় ভুগছে অস্ট্রেলিয়ার অর্থনীতি

একটি দেশের বন্দর ব্যবস্থা সেই দেশের জাতীয় অর্থনীতিতে কতটা অবদান রাখে, তার বড় একটি উদাহরণ অস্ট্রেলিয়া। দেশটির কনটেইনার বন্দরগুলো সক্ষমতার পূর্ণ মাত্রায় উৎপাদনশীলতা অর্জন করতে পারছে না। আর দক্ষতার এই ঘাটতির কারণে প্রতি বছর অস্ট্রেলিয়া জিডিপি হারাচ্ছে ৪১ কোটি ২৭ লাখ ডলার। একই সঙ্গে ভোক্তাদের ঘাড়ে চাপছে উচ্চমূল্যের বোঝা।

গত ডিসেম্বরে অস্ট্রেলীয় সরকার দেশটির প্রডাক্টিভিটি কমিশনকে নির্দেশ দিয়েছিল কী কারণে মেরিটাইম লজিস্টিকসে উৎপাদনশীলতা ও কার্যদক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে তা খুঁজে বের করতে। তদন্তে দেখা যায়, মূলত কনটেইনার পোর্টগুলোর অদক্ষতাই এই সংকটের কারণ।

বিশ্বব্যাংকের ২০২১ সালের পারফরম্যান্স র‌্যাংকিং ইনডেক্সে অস্ট্রেলিয়ার শীর্ষ কনটেইনার বন্দর ব্রিসবেনের অবস্থান ৩৭০টি বন্দরের মধ্যে ২৮৮তম। আর মেলবোর্নের অবস্থান ৩০৮তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here