২০২২ সালে ফ্ল্যাগ স্টেটগুলোর সিফেরার লেবার স্ট্যান্ডার্ড রিপোর্টিংয়ের প্রবণতা আগের বছরের চেয়ে ৫৭ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস) প্রকাশিত বার্ষিক শিপিং ইন্ডাস্ট্রি ফ্ল্যাগ স্টেট পারফরম্যান্স টেবিলে এই চিত্র উঠে এসেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্ল্যাগ স্টেটগুলোর প্রতি বছর লেবার স্ট্যান্ডার্ড নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর মধ্যে কিছু লেবার স্ট্যান্ডার্ড রয়েছে নাবিক-সংশ্লিষ্ট। তাদের প্রত্যাবাসন, থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে এই মানদণ্ডে ।আইসিএসের প্রতিবেদনে দেখা গেছে,
২০২২ সালে ৬৭ দশমিক ৬ শতাংশ ফ্ল্যাগ স্টেট লেবার স্ট্যান্ডার্ড রিপোর্ট জমা দিয়েছে। গত বছর এই হার ছিল ৪২ দশমিক ৯ শতাংশ।