ডলার-সংকটে গত তিন মাসে নিত্যপণ্যের আমদানির ঋণপত্র (এলসি) খোলা কমে গেছে। এমন প্রেক্ষাপটে আসন্ন রমজানে বাজারে যেন নিত্যপণ্যের সংকট না হয়, সে জন্য গভর্নরকে চিঠি দিয়ে নিত্যপণ্য আমদানির ঋণপত্র খুলতে ডলারের কোটা সংরক্ষণের অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে রমজানে নিত্যপণ্য আমদানির ঋণপত্র খুলতে ব্যবসায়ীদের সহায়তা দিতে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংককে নির্দেশনা দিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
রাজধানীর মতিঝিলে ১০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, জনতার এমডি আবদুছ ছালাম আজাদ, অগ্রণীর এমডি মুরশেদুল কবীর ও রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর সঙ্গে সভা করে এই নির্দেশনা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
গভর্নরের সঙ্গে সভায় নিত্যপণ্য আমদানির ঋণপত্র খুলতে বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারের সহায়তা চান রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের এমডিরা। তখন সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।