যুক্তরাষ্ট্রের খুচরা আমদানি পড়তির দিকে থাকবে : এনআরএফ

করোনার মন্দা কাটিয়ে ২০২১ সাল থেকেই চাঙ্গা হতে শুরু করে মার্কিন ভোক্তাবাজার। ঊর্ধ্বমুখী চাহিদা পূরণে ২০২২ সালের শুরু থেকেই নিজেদের মজুদ পূর্ণ করতে শুরু করে মার্কিন রিটেইলাররা। তবে এখন আর সেই চাহিদা নেই। অর্থনৈতিক চাপে ভোক্তা ব্যয়ও পড়তির দিকে। ফলে রিটেইলাররা তাদের আমদানি কমাতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় ২০২৩ সালের প্রথমার্ধের জন্য যুক্তরাষ্ট্রের খুচরা আমদানির পূর্বাভাস কমিয়েছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ)।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কনটেইনার আমদানি প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে এবং সার্বিকভাবে খুচরা ব্যবসা মহামারি-পূর্ব অবস্থায় ফিরে গেছে। এনআরএফের মাসিক গ্লোবাল পোর্ট ট্র্যাকার প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে দেশটির খুচরা আমদানি ছিল ১৭ লাখ ৮০ হাজার টিইইউ। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম আমদানি ২০ লাখ টিইইউর নিচে নেমে এল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here