বাংলাদেশ সফরে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ

সাতদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্য রেখা থেকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং চট্টগ্রাম বহির্নোঙর পর্যন্ত স্কর্ট প্রদান করে নিয়ে আসে।

শুক্রবার বিকালে চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় ‘বিসিজিএস শ্যামল বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং এসকর্ট প্রদান করে চট্টগ্রাম বন্দর জেটিতে নিয়ে আসে। এ সময় কোস্টগার্ডের সুসজ্জিত বাদক দল বাদ্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রবীন্দ্র কুমার ও কমডোর (জেজি) ভেঙ্কটেশ্বর থাপলিয়াল অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এ সফরে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সাগরে অবৈধ কর্মকাণ্ড বন্ধে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ও বাংলাদেশ পর্যায়ক্রমে কোস্টগার্ডের জাহাজগুলো শুভেচ্ছা সফরে গমনাগমন করে আসছে। এর অংশ হিসেবে আগমনকারী জাহাজ দুটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরকালীন ভারতের জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল ও বাস্কেটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

সফরকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ, বিজিবি, র্যাব, আনসারের সদস্য এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের মনোনীত ছাত্রছাত্রীরা জাহাজ দুটি পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দুই দেশের সার্বিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here