ডিজেলের মজুদ বাড়ানোর তোড়জোড় ইউরোপের

আগামী ৫ ফেব্রুয়ারি রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি পণ্য আমদানি বন্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই সিদ্ধান্তের কারণে ডিজেলের বৈশ্বিক বাণিজ্যে বড় পরিবর্তন এসেছে। আমদানি বন্ধ হয়ে যাওয়ার আগেই ডিজেলের মজুদ পূর্ণ রাখতে মরিয়া হয়ে পড়েছে ইউরোপীয় ক্রেতারা। জানুয়ারি মাসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বালানিটির আমদানি এক বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে।

ইইউ গত ৫ ডিসেম্বর রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে। এর ধারাবাহিকতায় এবার পরিশোধিত পণ্য আমদানিও বন্ধ করতে যাচ্ছে জোটটি।

এদিকে জি৭ সদস্য দেশগুলোসহ অস্ট্রেলিয়া ও ইইউ রুশ জ্বালানি তেলের ওপর প্রাইস ক্যাপ (সর্বোচ্চ মূল্যসীমা) আরোপ করেছে। এর আওতায় প্রতি ব্যারেলের মূল্য বেঁধে দেওয়া হয়েছে ৬০ ডলার। এই প্রাইস ক্যাপের আওতায় ইইউ জোটের বাইরের দেশগুলো সমুদ্রপথে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে পারবে ঠিকই, তবে ব্যারেল প্রতি ৬০ ডলারের কমে আমদানি করলে শিপিং, বীমা ও পুনঃবীমা কোম্পানিগুলো রাশিয়ান জ্বালানি তেলের চালানে কোনো সেবা দিতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here