সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি গত সপ্তাহে ৩৮ লাখ ব্যারেলে পৌঁছেছে। গত বছরের এপ্রিলের পর এটিই সর্বোচ্চ রপ্তানি। এক সপ্তাহের ব্যবধানে রপ্তানি প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত সপ্তাহে রাশিয়ার দৈনিক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৮ লাখ ৭৬ হাজার ব্যারেল। এর মধ্যে বাল্টিকের সমুদ্রবন্দরগুলো থেকে প্রতিদিন রপ্তানি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৬ লাখ ২৬ হাজার ব্যারেল করে। এছাড়া কৃষ্ণসাগরীয় বন্দর ও প্রশান্ত মহাসাগরীয় বন্দরগুলো দিয়েও রপ্তানি বেড়েছে। কৃষ্ণসাগরীয় বন্দরগুলোয় দৈনিক রপ্তানি প্রবৃদ্ধির হার ছিল ৪৭ শতাংশ।
ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করেছে। গত ৫ ডিসেম্বর এ সিদ্ধান্ত কার্যকর হয়। এই অবস্থায় এশিয়ার বাজারে রফতানি বাড়াচ্ছে রাশিয়া। অঞ্চলটিতে আর্কটিক গ্রেডের জ্বালানি তেল রপ্তানি সম্প্রতি গতিমীল হয়েছে।