অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিজেদের টেক্সাস প্লান্টের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক কোম্পানি ফ্রিপোর্ট এলএনজি। এখন তারা প্লান্টটি পুনরায় চালুর অনুমতি প্রদানের জন্য মার্কিন নীতি নির্ধারকদের কাছে আর্জি জানিয়েছে।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্র্যাজোরিয়া কাউন্টিতে অবস্থিত ফ্রিপোর্ট এলএনজি এক্সপোর্ট টার্মিনালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকে প্লান্টটির এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের মোট এলএনজি রপ্তানির ২০ শতাংশ সম্পন্ন হয় ফ্রিপোর্ট দিয়ে।
ইউএস ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশনের (এফইআরসি) কাছে দাখিলকৃত এক নথিতে ফ্রিপোর্ট এলএনজি জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্নের পর প্লান্টটির পাইপিং সিস্টেম এলএনজি সরবরাহের জন্য উপযোগী হয়ে উঠেছে। এখন এর কার্যক্রম পুনরায় শুরুর জন্য জরুরি ভিত্তিতে অনুমোদন প্রদান প্রয়োজন।