পানামার প্রবেশমুখে কনটেইনার জাহাজে আগুন

পানামা খালের প্রশান্ত মহাসাগরীয় প্রবেশমুখের নিকটবর্তী স্থানে একটি কনটেইনার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বল্প সময়ের জন্য খাল দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়। দুটি ফায়ারবোটের সাহায্যে জাহাজটিকে সরিয়ে নেওয়া হলে চ্যানেলটি পুনরায় সচল হয়।

কেপ কর্টিয়া নামের ১১ হাজার টিইইউ কনটেইনার ধারণক্ষমতার জাহাজটি শিপিং কোম্পানি এমএসসির ভাড়া করা। প্যাসিফিক ওশান টার্মিনাসের নিকটবর্তী পানামার বালবোয়া টার্মিনালে প্রবেশের আগ মুহূর্তে এর ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।

এই ঘটনায় জাহাজটির ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। তবে পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আরেকটি বাল্ক ক্যারিয়ার আঘাতগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেপ কর্টিয়ার অগ্নিদুর্ঘটনার সময় বাল্কারটির সঙ্গে এর হালকা ধাক্কা লেগে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here