নিঃসরণকারী ট্রাক চলাচল বন্ধ করছে ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড (সিএআরবি) সম্প্রতি নতুন একটি নিয়ম চালু করেছে, যার অধীনে অঙ্গরাজ্যটিতে চলাচলকারী সকল মাঝারি ও ভারী ট্রাককে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করতে হবে। নতুন এই নিয়মের নাম দেওয়া হয়েছে অ্যাডভান্সড ক্লিন ফ্লিটস।

২০৪৫ সাল নাগাদ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যজুড়ে চলাচলকারী পণ্যবাহী সব ট্রাকে জিরো-এমিশন প্রযুক্তি বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে অ্যাডভান্সড ক্লিন ফ্লিটস। এছাড়া রাজ্যের সব বন্দর ও সেখানকার কার্গো হ্যান্ডলিং সরঞ্জামগুলোকেও পরিবেশবান্ধব করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের সুযোগ রাখা হয়েছে নতুন নিয়মে।

অ্যাডভান্সড ক্লিন ফ্লিটসের অধীনে ক্যালিফোর্নিয়ায় প্রাইভেট সার্ভিসে ব্যবহৃত (যেমন ডেলিভারি ভেহিকল) এবং ফেডারেল ফ্লিটের (যেমন পোস্টাল সার্ভিস) সব ট্রাক ২০২৪ সাল থেকে জিরো-এমিশন ভেহিকলে রূপান্তরিত হওয়া শুরু করবে। বিশেষ করে বন্দর ও রেল ইয়ার্ড থেকে কনটেইনার ও অন্যান্য পণ্য পরিবহনকারী ক্লাস এইট হেভি ডিউটি ট্রাকগুলোয় সবার আগে জ্বালানি রূপান্তরের ওপর জোর দেওয়া হবে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই ক্যাটাগরির নতুন ট্রাকগুলোর মধ্যে যারা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করবে, কেবল তারাই সিএআরবি থেকে নিবন্ধন লাভ করবে। আর পুরনো ট্রাকগুলোকে রূপান্তরের জন্য ২০৩৫ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ যে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তা একেবারে অননুমেয় ছিল না। ২০২০ সালে রাজ্য কর্তৃপক্ষ একটি নিয়ম চালু করেছে, যেটি অনুসারে সব ম্যানুফ্যাকচারারকে জিরো-এমিশন ট্রাকের বিক্রি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here