প্রথম প্রান্তিকে প্রত্যাশিত আয় করলেও ২০২৩ সালে কঠিন সময়ের আশঙ্কা মায়েরস্কের

চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৩০ কোটি ডলারের সুদ ও কর পরিশোধ-পূর্ব (ইবিআইটি) রাজস্ব আয় করেছে এপি মোলার মায়েরস্ক। কোম্পানিটি জানিয়েছে, এই আয় তাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এছাড়া বিশ্লেষকরা যতখানি ধারণা করেছিলেন, সেটিও ছাড়িয়ে গেছে এই শিপিং জায়ান্টের আয়ের পরিমাণ। তারপরও চলতি বছরের বাকি সময়টায় সমুদ্র পরিবহন খাতে খানিকটা মন্দাভাব থাকতে পারে বলে সতর্ক করেছে কোম্পানিটি।

মায়েরস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভিনসেন্ট ক্লার্ক জানিয়েছেন, ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ফ্রেইট রেট কমেছে ৩৭ শতাংশ। আর গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় কমেছে ২৬ শতাংশ। মূলত এই নিম্নমুখী প্রবণতার কারণেই প্রত্যাশিত আয় করা সত্ত্বেও বছরের বাকি সময়টায় ব্যবসা মন্দা দেখা যেতে পারে বলে আশঙ্কা করেছে মায়েরস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here