প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা কেন্দ্রীয় ভূমধ্যসাগর অঞ্চলে হারিয়ে গেছে। এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন গর্ভবতী নারী ও এক নবজাতক শিশুও ছিল। দুটি দাতব্য সংস্থা শুক্রবার (২৬ মে) এ কথা জানিয়েছে।
বিপদাপন্ন মাইগ্রেন্ট ভেসেলের বার্তা পেয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দাতব্য সংস্থা অ্যালার্ম ফোন। তারা জানিয়েছে, বুধবার সকাল থেকেই নৌকাটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে তারা। সে সময় নৌকাটি লিবিয়ার বেনগাজি বন্দর থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তর এবং মাল্টা ও ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থান করছিল। ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল সেটি।
এদিকে ইমার্জেন্সি নামের একটি ইতালীয় দাতব্য সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তাদের একটি লাইফ সাপোর্ট শিপ ও একটি চ্যারিটি ভেসেল দিনভর নৌকাটির সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করেও নৌকা অথবা এর ধ্বংসাবশেষের কোনো হদিস পায়নি। সংস্থাটির একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, তাদের তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, অভিবাসনপ্রত্যাশীদের হয়তো অন্য কোনো নৌকায় তুলে নেওয়া হয়েছে অথবা তাদের নৌকার ইঞ্জিন সারিয়ে নিয়ে হয়তো তারা সিসিলির পথে যাত্রা অব্যাহত রেখেছে।
ইতালির কোস্ট গার্ড বৃহস্পতিবার জানায়, তারা পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইতালির জলসীমায় যথাক্রমে ৪২৩ জন ও ৬৭১ জন অভিভাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তবে অ্যালার্ম ফোন জানিয়েছে, উদ্ধারকৃতরা হারিয়ে যাওয়া নৌকাটির নয়। এ বিষয়ে ইতালির কোস্ট গার্ডের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।