দুবাইভিত্তিক লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক কার্যক্রম পরিচালনায় কার্বন নিঃসরণের পরিমাণ কমেছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডিপি ওয়ার্ল্ডের এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) রিপোর্টে দেখা গেছে, গত বছর তারা ৫ শতাংশ নিঃসরণ কমিয়েছে এবং ২০৪০ সাল নাগাদ তাদের কার্যক্রম পুরোপুরি কার্বনমুক্ত হওয়ার পথে রয়েছে।
২০২২ সালে ডিপি ওয়ার্ল্ড তাদের ইএসজি ও ঝুঁকি ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক আরও শক্তিশালী করেছে এবং বিষয়টির দেখভালের জন্য এক্সিকিউটিভ সাসটেইনেবিলিটি কাউন্সিল গঠন করেছে। এ বছরেই কোম্পানিটি ২০২১ সালের জন্য ইএসজি রিপোর্ট প্রথমবারের মতো এককভাবে প্রকাশ করেছে। এতে টেকসই ব্যবসায়িক চর্চার বিষয়ে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।