রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য আমদানীকৃত কাপড় ও অন্যান্য কাঁচামাল কাস্টম হাউজে খালাসের সময় উপযুক্ত কারণ ছাড়া সন্দেহের ভিত্তিতে কাটিং তদারকির শর্ত আরোপ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ ধরনের শর্ত বাস্তবায়ন করা সময়সাপেক্ষ এবং এর মাধ্যমে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানানো হয়।
চিঠিতে বিজিএমইএ আরও জানায়, সম্প্রতি চট্টগ্রাম কাস্টম হাউজসহ সব কাস্টম হাউজের মাধ্যমে পোশাক শিল্পের কাঁচামাল কাপড় ও আনুষঙ্গিক দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে শুধু সন্দেহের বশবর্তী হয়ে কাটিং তদারকি ও অন্যান্য তদারকির শর্ত আরোপ করে পণ্য খালাস করা হচ্ছে। ফলে আমদানি-পরবর্তী উৎপাদন প্রক্রিয়া ও রপ্তানির ক্ষেত্রে নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।
বিজিএমইএ সভাপতি বলেন, কাটিং ও অন্যান্য তদারকির শর্ত আরোপ করা হলে সংশ্লিষ্ট বন্ড কমিশনারেট থেকে কাস্টমস কর্মকর্তাদের সমন্বয় করে এ কার্যক্রম সম্পন্ন করা সময়সাপেক্ষে ব্যাপার। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় এবং সঠিক সময়ে পণ্য উৎপাদন করে রফতানি করা কঠিন হয়ে পড়ে। তাই দেশের রফতানির বৃহত্তর স্বার্থে ও মূল্যবান বৈদেশিক মুদ্রার কথা বিবেচনা করে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুধু সন্দেহের বশবর্তী হয়ে কাটিং তদারকিসহ অন্যান্য তদারকির শর্ত আরোপ না করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউজসহ সব কাস্টম হাউজকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য জানিয়েছে বিজিএমইএ।



