মধ্য ভূমধ্যসাগরে সম্প্রতি নৌকাডুবির ঘটনায় ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঘটনায় বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের বরাত দিয়ে ইতালীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
বরাত অনুযায়ী, তিউনিসিয়ার এসফ্যাক্স শহর থেকে ৭ মিটার দীর্ঘ নৌকায় করে ইউরোপের পথে পাড়ি জমান ৪৫ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে তিনজন ছিল শিশু। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যে বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায় এবং এক পর্যায়ে ডুবে যায়। তাদের মধ্যে কেবল চারজনকে একটি কার্গো জাহাজ জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের ইতালীয় কোস্ট গার্ডের একটি জাহাজে তুলে দেওয়া হয়। সেই জাহাজে করে চারজনকে ইতালীয় দ্বীপ লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়।
বেঁচে যাওয়া চারজন জানান, নৌকাটিতে সবাই লাইফ জ্যাকেট পরিধান করা অবস্থায় ছিলেন না। তারাসহ কয়েকজন মাত্র লাইফ জ্যাকেট পরেছিলেন। নৌকাটি উল্টে যাওয়ার পর কার্গো জাহাজটি উদ্ধার করার আগ পর্যন্ত তারা পানিতে ভাসছিলেন।
এদিকে গত রোববার (৬ আগস্ট) ইতালীয় কোস্ট গার্ড দুটি নৌকাডুবির ঘটনায় ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধারের কথা জানায়। গণমাধ্যমের খবরে দাবি করা হয়, এই দুটি নৌকার মধ্যে অন্তত একটি তিউনিশিয়ার এসফ্যাক্স থেকে রওনা করেছিল। তবে ওয়াকিবহাল একটি সূত্র জানিয়েছে, উল্লিখিত চারজন যে নৌকায় যাত্রা করেছিলেন, সেটি কোস্ট গার্ডের দেওয়া তথ্যের সেই নৌকা দুটির একটি নয়।
এছাড়া পৃথক একটি খবরে তিউনিসিয়া কর্তৃপক্ষ সোমবার (৭ আগস্ট) জানায়, তারা রোববার এসফ্যাক্সের নিকটবর্তী স্থানে একটি নৌকাডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। ওই ঘটনায় ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ থাকার কথা জানায় কর্তৃপক্ষ।